| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালন মেলায় ৩ দিনে ৭৮ মোবাইল চুরির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১৩:০৫:৪৫:অপরাহ্ন  |  397219 বার পঠিত
লালন মেলায় ৩ দিনে ৭৮ মোবাইল চুরির অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিনের তিরোধান দিবস অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামে। এই সময়ের মধ্যে সেখানে আগত দর্শণার্থীদের ব্যবহৃত অন্তত ৭৮টি মোবাইল চুরি হওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা। 

এছাড়াও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার  হওয়াদের মধ্যে রয়েছে- সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামিম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল এলাকার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। 

এছাড়াও জাল টাকার জন্য মো. সবুজ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে।

এবারের লালন মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও অতিরিক্ত ভীড় থাকায় মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম।




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪