ঠাকুরগাঁও প্রতিনিধি : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও সরকারি নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর, সিনিয়র স্টাফ, নার্স ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএনএম,শাখা)-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নার্সিং পেশার স্বতন্ত্র কাঠামো বজায় রাখার পক্ষে জোরালো দাবি জানান। তারা বলেন, ‘স্বতন্ত্র নার্সিং প্রশাসন বিলুপ্ত হলে পেশাগত স্বাধীনতা ও উন্নয়নের সুযোগ ব্যাহত হবে।’
এতে বক্তব্য রাখেন সংগঠনের বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও শাখার সভাপতি মিনা আক্তার, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সাবেরা খানম, নার্সিং ইন্সপেক্টর রোজিফা চৌধুরী, সিনিয়র স্টাফ নার্স জয়া বর্মন, রশিদুল ইসলাম প্রমূখ। বক্তারা অবিলম্বে প্রশাসন একীভূতকরণের এই অপচেষ্টা বন্ধের আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা