রিপোর্টার্স ২৪ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন,জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের যে কাগজটি চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছে সেখানে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই। সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে,এটা দুঃখনজনক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন,শেখ হাসিনার আমলের চাইতে মানুষ কিছুটা স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে কিনা বা কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা এই কথাগুলোও তো আসছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, দেশ এক ভিন্নরকম পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। একটা পরিস্থিতি গেছে সেটা হলো ফ্যাসিবাদী আমল, গুম-খুনের আমল, বিরোধীদলের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার আমল। একটি রাজনৈতিক দলের ভয়ে কেউ জোরে কথা বলতে পারেনি। ভয়াবহ ভয় আর আতঙ্কের পরিবেশ ছিলো সেই আমল।এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ
খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদানের বিষয় নিয়ে রিজভী বলেন, এই সংগ্রামী মানুষটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে তার মানবিক আবেদন পৌঁছে যায় লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কাছে। ঘটনাটি তার নজরে আসার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।
রিপোর্টার্স২৪/এসসি