জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর থানার পুলিশ অপহৃত এক নারীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
জানা যায়, মোছাঃ বন্যা খাতুন (২৬) নামে এক নারীকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার নান্দিনা বড় মসজিদ রোড এলাকা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ঘটনার পর বন্যা খাতুনের বাবা মো. চাঁন মিয়া জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে মো. চাঁন মিয়া উল্লেখ করেন, আবু বক্কর সিদ্দিক (৩৫) ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে আমার মেয়ে বন্যা খাতুনকে একটি সাদা মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিবের নেতৃত্ব তড়িৎ উদ্ধার অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ ।
পরে পুলিশ সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ফলশ্রুতিতে দ্রুত সময়ের মধ্যে অপহৃত নারীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন