| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে জাতীয় জাদুঘরের সাবেক কর্মচারীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ৬:১৬:৪৭:অপরাহ্ন  |  301587 বার পঠিত
কালিহাতীতে জাতীয় জাদুঘরের সাবেক কর্মচারীর মরদেহ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে শওকত কামাল খান (৭০) নামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চারান উত্তরপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শওকত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। তিনি ঢাকার জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করতেন শওকত কামাল। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে আসেন ঘরবাড়ি সংস্কার ও জমিজমা দেখাশোনার জন্য। মঙ্গলবার পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। কিন্তু বুধবার সকালে স্থানীয়রা তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহতের কাজের লোক ছেন্টু বলেন, স্যার প্রায় ২০ দিন আগে ঢাকা থেকে এসে বাড়ি সংস্কারের কাজ করছিলেন। মঙ্গলবার কাজ শেষে আমি আমার বাড়িতে চলে যাই। সন্ধ্যায় তার সঙ্গে ফোনে কথা হয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। সকালে শুনি তাকে পাওয়া যাচ্ছে না, পরে জানতে পারি জঙ্গলে তার লাশ পাওয়া গেছে।

কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি বলেন, আমাদের চারান গ্রামে গত ৫০ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। তিনি খুব ভদ্র ও ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে জানা নেই।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কেন একজন বয়স্ক মানুষকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো তা উদ্ঘাটনে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। 

শান্ত ও শিক্ষিত একজন মানুষকে নির্মমভাবে হত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিয়ে গ্রামে চলছে নানা আলোচনা।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪