মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে কাজে বাধা দেওয়া এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মাইটিভির প্রতিনিধি আজিজুল হাকিম আদালত চত্বরে একটি প্রতিবেদনের জন্য ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করতে যান। এ সময় আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের ভেতর থেকে কান্নারত এক নারী বের হয়ে এলে তিনি বিষয়টি জানতে চাইতে আইনজীবী জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলেন। কিন্তু কথোপকথনের একপর্যায়ে ওই আইনজীবী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আজিজুল হাকিমকে ভিডিও ধারণে বাধা দেন। পরে তিনি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ও সাংবাদিকের সঙ্গে ধস্তাধস্তি করেন।
এ সময় উপস্থিত ঢাকা পোস্টের সাংবাদিক সোহেল হোসাইন ও মোহনা টিভির সাধন সূত্রধরসহ কয়েকজন আইনজীবী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে অন্য আইনজীবীদের হস্তক্ষেপে জাহাঙ্গীর আলম সিদ্দিকীকে সহকর্মীরা সেখান থেকে সরিয়ে নেন।
সাংবাদিক আজিজুল হাকিম অভিযোগ করেন, “আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আইনজীবী মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী ক্ষিপ্ত হয়ে আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেন।”
অন্যদিকে, অভিযুক্ত আইনজীবী মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী জানান, একটি পারিবারিক মামলার সালিশ শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। আমি আপত্তি জানালে কথা কাটাকাটি হয়, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
এ বিষয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়া অন্যায় ও অগ্রহণযোগ্য। আমরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।
রিপোর্টার্স২৪/এসএন