| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অজপাড়াগায়ের কৃষকের ছেলে এখন বিসিএস ক্যাডার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১০:৩১:২৮:পূর্বাহ্ন  |  261714 বার পঠিত
অজপাড়াগায়ের কৃষকের ছেলে এখন বিসিএস ক্যাডার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম রুদ্রপুরের কৃতি সন্তান শামীম রেজা। তিনি এবারের ৪৯তম  (বিসিএস) পরীক্ষায় শিক্ষা ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা এ মেধাবী তরুণ তার শিক্ষা জীবনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

শামীম রেজা রুদ্রপুর গ্রামের কৃষক শাহাবুদ্দিন সরদার ও গৃহিণী শাহানাজ খাতুন দম্পতির ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।  তার বাবা দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে ছেলেকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিয়েছেন।

​শামীম রেজা সীমান্ত কোল ঘেষা শার্শার গোগা ইউনাইটেড আদর্শ কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার এই অর্জন গোগা কলেজকে এক নতুন পরিচয় দিয়েছে। এ অঞ্চলের কলেজ থেকে তিনিই প্রথম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হোন।

এদিকে ​শামীম রেজার বাড়িতে গিয়ে দেখা গেল এক আনন্দঘন পরিবেশ। শামীমের মা শাহনাজ খাতুন বলেন, শামিম লেখাপড়া করে ভালো চাকরি করুক, প্রতিবেশিরা তা চায়নি। তারা বলছিলো এত খরচাপাতি করে এতো কষ্ট করে লেখা পড়া না শিখিয়ে ওকে কাজে লাগিয়ে দাও সংসার ভালো চলবে। তিনি সেদিন কিছুই বলেননি, কোনো জবাবও দেননি। তাদের দীর্ঘশ্বাস চাপা দিয়ে লড়াই করে গেছেন দারিদ্রতার বিরুদ্ধে।

শামীম রেজা ​তার এই সফলতার পেছনে বাবা-মা, পরিবারের অন্যান্য সদস্য ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন। তিনি জানান, চাকরিতে যোগদানের পর তার প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের সেবা করা এবং দেশের উন্নয়নে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪