যশোর প্রতিনিধি : যশোরে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত শিষ ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। সে যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, সকালে বড় ভাইয়ের বাইসাইকেলে সে স্কুলে যাচ্ছিল। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে তাদের বাইসাইকেলকে ধাক্কা দিলে আরাফাত সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে জানিয়ে ওসি হাসনাত আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন