ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ হিমেল। কেক কাটার পরিবর্তে তিনি মাদরাসার এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন।
এ সময় রাজ হিমেল বলেন, “আমি চাই আমাদের নেতার জন্মদিন এমনভাবে পালন হোক যাতে আল্লাহ খুশি হন এবং তাকে সুস্থতা দান করেন। তারেক রহমান আমাদের নেতা—আমরা বিশ্বাস করি তিনি ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন।”
তিনি আরও বলেন, দলীয় নোটিশ অনুযায়ী কেক কাটার কোন অনুষ্ঠান না করে আমি এই মানবিক উদ্যোগ নিয়েছি।
রিপোর্টার্স২৪/এসএন