| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৬:২৩:৪৪:পূর্বাহ্ন  |  151201 বার পঠিত
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মোট ১২৫টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে প্রকাশ করেছে দলটি।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার পর যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। তিনি বলেন, “আজ যাদের নাম ঘোষণা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে নির্ভরযোগ্য অভিযোগ পাওয়া গেলে তদন্ত শেষে প্রার্থিতা বাতিল করা হবে।”

উত্তরাঞ্চলের ঘোষিত প্রার্থী

পঞ্চগড়-১-এ মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ এ মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ এ মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩-এ আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫-এ ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২-এ ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩-এ মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২-এ রাসেল আহমেদ এবং লালমনিরহাট-৩-এ মো. রকিবুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন আসনেও মনোনয়ন দিয়েছে দলটি। রংপুর-১-এ মো. আল মামুন, রংপুর-৪-এ আখতার হোসেন; কুড়িগ্রাম-১-এ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২-এ ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩-এ ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি; গাইবান্ধা-৩-এ নাজমুল হাসান সোহাগ এবং গাইবান্ধা-৫-এ ডা. আ. খ. ম. আসাদুজ্জামান প্রার্থী হয়েছেন।

রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্ট আসন

নওগাঁর প্রতিটি আসনে আলাদা নতুন মুখকে মনোনয়ন দিয়েছে এনসিপি—যেমন নওগাঁ-১ এ কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ এ মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ এ পরিমল চন্দ্র (উরাও)। নাটোর-২ এ আবদুল মান্নাফ, নাটোর-৩ এ অধ্যাপক এস. এম. জার্জিস কাদির। সিরাজগঞ্জের ৩, ৪, ৫ ও ৬ নম্বর আসনেও নতুন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল

পাবনা-৪ এ অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও যশোর জেলার বিভিন্ন আসনেও প্রার্থী দিয়েছে এনসিপি। বিশেষভাবে উল্লেখযোগ্য—খুলনা-১ এ মো. ওয়াহিদ উজ জামান, খুলনা-২ এ ফরিদুল হক। পটুয়াখালী-১ এ অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং পটুয়াখালী-২ এ মুজাহিদুল ইসলাম শাহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগ

ভোলা-১ এ অ্যাডভোকেট জিয়াউর রহমান, বরিশাল-৪ এ আবু সাঈদ মুসা, বরিশাল-৫ এ নুরুল হুদা চৌধুরী, ঝালকাঠি-১ এ ডা. মাহমুদা আলম মিতু। পিরোজপুর-৩ এ ডা. শামীম হামিদী লড়বেন।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ অঞ্চলেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ময়মনসিংহ-১ এ মো. আবু রেহান, ময়মনসিংহ-৩ এ কবি সেলিম বালা, ময়মনসিংহ-৭ এ অ্যাডভোকেট এ.টি.এম. মাহবুব-উল আলমসহ মোট সাতজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। নেত্রকোণা-২ ও ৩ এবং কিশোরগঞ্জ-২ ও ৩ নম্বর আসনেও প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণা করা হয়।

ঢাকা বিভাগ

ঢাকা বিভাগের বিভিন্ন আসনে নতুন প্রার্থীর নাম আসে। ঢাকা-১ এ মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ এ ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৭ এ তারেক আহম্মেদ আদেল, ঢাকা-১১ এ মো. নাহিদ ইসলাম, ঢাকা-১২ এ নাহিদা সারওয়ার নিভা, ঢাকার অন্যান্য আসনেও রয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ—যেমন ঢাকা-১৭ এ ডা. তাজনূভা জাবীন, ঢাকা-২০ এ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলেও প্রার্থী তালিকায় এসেছে নতুন নাম।

খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ

গোপালগঞ্জ-১ এ প্রলয় কুমার পাল, সিলেট-১ এ এহতেশাম হক, সিলেট-৩ এ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদসহ সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলে একাধিক প্রার্থী ঘোষণা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-৪ ও ৬, চাঁদপুর-১, ২ ও ৫, ফেনী-৩ এবং নোয়াখালীর ১, ৫ ও ৬ নম্বর আসনেও নতুন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

চট্টগ্রাম মহানগর ও এর আশপাশের একাধিক আসনেও মনোনয়ন দিয়েছে এনসিপি—যেমন চট্টগ্রাম-৯ এ মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০ এ সাগুফতা বুশরা মিশমা।

পার্বত্য জেলা

কক্সবাজার-১, ২ ও ৪, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানের আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। এদের মধ্যে রয়েছেন—খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা, রাঙামাটিতে প্রিয় চাকমা এবং বান্দরবানে মংসা প্রু চৌধুরী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪