| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এতিম শিশুদের ঈদ আনন্দ উপভোগ করার আয়োজন

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ০৯:০৬:৪৩:পূর্বাহ্ন  |  805639 বার পঠিত
এতিম শিশুদের ঈদ আনন্দ উপভোগ করার আয়োজন
ছবির ক্যাপশন: এতিম শিশুদের ঈদ আনন্দ উপভোগ করার আয়োজন

চাঁদপুর প্রতিনিধি :

মাত্র কয়েকজনের আর্থিক সহযোগিতায় ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ পেয়েছে চাঁদপুর সরকারি পরিবারের এতিম শিশুরা। যার ফলে এবারে ঈদুল আযহার দিনে ভালো খাবার ও আনন্দ উপভোগ করার সুযোগ পাবে এই পরিবারের শতাধিক শিশু। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এমন তথ্য জানিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, এসব এতিম শিশুদের জন্যে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন শেখ ৫০ হাজার ও শহরতলীর বাবুরহাট ইয়র্ক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম খান ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরো ২৫ হাজার টাকা আর্থিক সহায়াতা প্রদান করা হয়। 

চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ এই বিষয়ে বলেন, আসলে এসব শিশুরা অভিভাবকহীন এতিম ও অসহায়। অন্তত ঈদের দিন যেন তারা বুঝতে না পারে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। অনন্ত একটি দিন তারা আনন্দ ও খুশিতে কাটাতে পারে সে জন্য এই ক্ষুদ্র প্রয়াস।  

ইয়র্ক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম খান বলেন, আসলে আমি কিছু করি না, যতটুকু করা দরকার সম্ভব হয়ে উঠে না। চেষ্টা করি এ ধরণের সামাজিক বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে। এতিম শিশুদের পাশে থাকতে পেরে ভাল লাগছে। 

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আসলে পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কত কিছুই না করি। তারপরেও আলো ভালো করার জন্য শূন্যতা থাকে। সমাজের চারপাশে অনেক এতিম ও অসহায় রয়েছে। তারা আমাদের মত পরিবার নিয়ে ঈদের আনন্দ করাতো দূরে থাক, তাদের কাছে ঈদের দিনটা অন্যান্য দিনের মতই স্বাভাবিক দিনের মতই কষ্টের হয়ে থাকে। 

যারা এতিম এই শিশুদের সহায়তায় এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ। এভাবে শিশুদের পাশে দাঁড়ালো তারা শিখবে এবং অন্য অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহ পাবে বলে জানান ডিসি।

জানাগেছে, চাঁদপুর সরকারি শিশু পরিবারে বর্তমানে শতাধিক শিশু রয়েছে। যারা সকলেই এতিম। ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ সরকারি বিভিন্ন দিবস ও উৎসবে এভাবে তাদের জন্য বিনোদন এবং ভালো খাবারের আয়োজন করা হয়। 


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪