| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান দুর্ঘটনায় নিহত পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিবে টাটা গ্রুপ

reporter
  • আপডেট টাইম: জুন ৬, ২০২৫ ইং | ১৫:৪৯:৪৯:অপরাহ্ন  |  801515 বার পঠিত
বিমান দুর্ঘটনায় নিহত পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিবে টাটা গ্রুপ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইনটির মালিক টাটা গ্রুপ।

বৃহস্পতিবার (১২ জুন) এক্স-এ দেওয়া এক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসা খরচও বহন করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিক্যাল ছাত্রাবাসটি পুনর্গঠনে সহায়তা করবে তারা।

বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক মুহূর্তে আমাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করার উপায় নেই। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং ক্ষতিগ্রস্ত সবার পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব সহায়তা দেবো।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই মেডিক্যাল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল। এতে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে বেশির ভাগই ভারতীয় ও ব্রিটিশ নাগরিক। সূত্র: বিবিসি



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪