| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাসের উৎপাদন কমছে, এলএনজি আমদানি বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ০৮:০০:১৫:পূর্বাহ্ন  |  800377 বার পঠিত
গ্যাসের উৎপাদন কমছে, এলএনজি আমদানি বেড়েছে: জ্বালানি উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন

শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের কৈলাশটিলা ৭ নম্বর কূপসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যে সকল এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেখানেও গ্যাসের সংযোগ দেয়া হবে না। বরং সেসব এলাকায় কম মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ করবে সরকার।

তিনি আরও বলেন, বাসা-বাড়িতে পাইপলাইনে গ্যাসের অপচয় হয়। সুযোগ থাকলে কেয়ামত পর্যন্ত আবাসিক গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় গ্যাসফিল্ডের দুটি কূপ হতে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪