বগুড়া প্রতিনিধি : ইউনূস-তারেক বৈঠকের সফলতা কামনা ও দেশবাসীর কল্যাণ চেয়ে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাদ জুম্মায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল কমির বাদশা জানান, লন্ডনের ডোরচেস্টার হোটেলে যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশে চলমান সংকটের নতুন দিশা দেখাতে পারে। দেশের মানুষের কাঙ্খিত প্রত্যাশা পূরণ হবে এবং দুই জনের মধ্যে বৈঠকটি নতুন ‘ডাইমেনশন’ সৃষ্টি হতে পারে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সহ-সভাপতি এ্যাড হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির উপদেষ্টা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হাছানাত আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক লিপন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, যুবদল নেতা রাশেদ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক তোফাজ্জাল ও মুকুল হাজি। দোয়া মাহফিল পরিচালনা করেন রায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মনোয়ার হোসেন।
রিপোর্টার্স২৪/ঝুম