| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার বিগ ব্যাশ খেলতে সিডনি সিক্সার্সে বাবর আজম

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ১৪:১৫:০৭:অপরাহ্ন  |  798221 বার পঠিত
প্রথমবার বিগ ব্যাশ খেলতে সিডনি সিক্সার্সে বাবর আজম
ছবির ক্যাপশন: প্রথমবার বিগ ব্যাশ খেলতে সিডনি সিক্সার্সে বাবর আজম

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রথমবারের মতো পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন। ২০২৫-২৬ মৌসুমের আগে তাকে দলে নিয়েছে সিডনি সিক্সার্স।

ড্রাফটের আগেই একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে তাকে দলে ভিড়িয়েছে দলটি। ৩০ বছর বয়সী বাবর ইতোমধ্যে ৩২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিশ্বজুড়ে বিভিন্ন লিগে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রানসংখ্যা ৪ হাজার ২২৩—যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছেন ভারতের রোহিত শর্মা, যিনি বাবরের চেয়ে মাত্র ৮ রান বেশি করেছেন।

সম্প্রতি বাংলাদেশ সিরিজের দলে জায়গা না পাওয়া বাবর সিডনি সিক্সার্সের হয়ে পূর্ণ মৌসুম খেলবেন। দলে অন্তর্ভুক্তির পর বাবর বলেন, “বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ এবং একটি সফল, সম্মানিত ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া দারুণ রোমাঞ্চকর। 

গত মৌসুমে (২০২৪-২৫) সিক্সার্স লিগ টেবিলে দ্বিতীয় হলেও প্লে-অফে টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়—প্রথমে হোবার্ট হারিকেনসের কাছে এবং পরে চিরপ্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারের কাছে।

বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী, প্রতি ফ্র্যাঞ্চাইজি একজন করে বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের আগে সাইন করতে পারে। অন্য সব দল আগেই সাইন করলেও সিক্সার্স ছিল একমাত্র পুরুষ দল যারা কোনো বিদেশি সাইন করেনি। শেষ পর্যন্ত বাবরকেই বেছে নেয় তারা।

ড্রাফটে থাকা ইংল্যান্ডের জ্যাকব বেটেল (মেলবোর্ন রেনিগেডস) ও ওলি পোপ (অ্যাডিলেড স্ট্রাইকার্স) গত মৌসুমে প্রথমবার বিগ ব্যাশে খেলেছেন, তাদের আগের দলগুলো চাইলে ধরে রাখতে পারবে।

এছাড়া ইংল্যান্ডের স্যাম কারান, লরেন বেল এবং পাকিস্তানের তিন তারকা—শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান—এই মৌসুমের ড্রাফটে নতুন মুখ।


 রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪