মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল নবগ্রাম গ্রামে রাতের আধারে আগুনে পুড়ে যাওয়া অসহায় হতদরিদ্র হাবিবুর রহমানের পাশে দাড়ালেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ অসহায় হাবিবুর রহমানের বাড়িতে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা ও শান্তনা প্রদান করেন। ভবিষ্যতেও কোন প্রকার সহযোগিতা লাগলে তাঁরা করবেন বলেও আস্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের গণঅধিকার পরিষদের মনোনিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও গণঅধিকার পরিষদ মাগুরার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ খলিলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার এমদাদুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হাসান, জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. জিহাদ হোসেন, আরিফ খান, সাধারণ সম্পাদক মো. রাজিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক এসএম জুয়েল রানা, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. সাইফুজ্জামান শাহিন, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মুন্সি হাসিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আরব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, শ্রীপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা যুবঅধিকার পরিষদ নেতা মো. রফিকুল ইসলামসহ জেলা এবং উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম