| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়িয়েছে

বরিশালেই ৪৬ শতাংশ

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ০৫:০৯:০০:পূর্বাহ্ন  |  776070 বার পঠিত
ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়িয়েছে
ছবির ক্যাপশন: ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়িয়েছে, বরিশালেই ৪৬ শতাংশ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

গতকাল শুক্রবার পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৭ হাজার ৭৭ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ২৮০ জনই বরিশাল বিভাগের বাসিন্দা, যা মোট রোগীর ৪৬.৩৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০, রাজশাহী বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ৩ জন রয়েছেন।

একই সময়ে সারা দেশে ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ২১৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪