| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হয় শান্তি, না হয় ইরানের জন্য মর্মান্তিক পরিণতি: ট্রাম্পের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০২:৪০:৩৩:পূর্বাহ্ন  |  771959 বার পঠিত
হয় শান্তি, না হয় ইরানের জন্য মর্মান্তিক পরিণতি: ট্রাম্পের হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: হয় শান্তি, না হয় ইরানের জন্য মর্মান্তিক পরিণতি: ট্রাম্পের হুঁশিয়ারি

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: শান্তি স্থাপন না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘দেশটিতে আরও লক্ষ্যবস্তু বাকি রয়েছে।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রোববার (২২ জুন) সকাল ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘হয় শান্তি স্থাপন হবে, না হয় ইরানের জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটবে। গত আট দিনে যা ঘটেছে, তার চেয়েও ভয়াবহ হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। আজ রাতের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বৈধ। যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা সেই অন্য লক্ষ্যবস্তুগুলোতেও আঘাত করব নিখুঁতভাবে, দ্রুত এবং দক্ষতার সঙ্গে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি নেতানিয়াহুকে অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যেমনটি সম্ভবত এর আগে কখনো কেউ করেনি। আমরা ইসরাইলের জন্য ভয়াবহ হুমকি মুছে ফেলার পথে অনেক দূর এগিয়েছি।’

ট্রাম্প ইরানের ওপর হামলাকে ‘চমৎকার সামরিক সাফল্য’ উল্লেখ করে বলেন, ‘এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা বন্ধ করা এবং সন্ত্রাসবাদের প্রধান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক দেশ হিসেবে ইরান যে পারমাণবিক হুমকি সৃষ্টি করছে, তা থামানো। আমি বিশ্বের সামনে জানাতে পারি আজ রাতের হামলা ছিল এক চমৎকার সামরিক সাফল্য।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪