| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছয় শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১৩:৫৪:৫৮:অপরাহ্ন  |  770337 বার পঠিত
ছয় শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের
ছবির ক্যাপশন: ছয় শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি শিক্ষার্থীদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ- এর ছয় শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী।

রোববার (২২ জুন) বিকাল সাড়ে ৪টায় স্কুলের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মানববন্ধন শেষে মিছিল সহকারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরত রেবেকা। তিনি বলেন, আমরা শিক্ষক সমাজ। আমরা শিক্ষার্থীদের শিক্ষা দিতে জানি, শাসন দিতে জানি, কিন্তু কারও গায়ে হাত তুলি না। অথচ ম্যাজিস্ট্রেটের পক্ষে কিছু শিক্ষক সোহান, জোবায়ের, শাহজালাল, আরিফা ও মনিরা সহকর্মী শিক্ষক আজাদকে বারান্দায় নিয়ে গিয়ে ধাক্কা দেয় এবং শিক্ষার্থীদের গায়ে পর্যন্ত হাত তোলে। প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ পেলে আমরা যাব কোথায়?

তিনি আরও বলেন, আমরা চাই, ছয় শিক্ষকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হোক এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এর আগেও কিছু শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেয়া হয়েছে, যার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে পদত্যাগকারী সাবেক সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার–এর পুনর্বহালের চেষ্টা বন্ধের আহ্বান জানান তারা।

আন্দোলনকারীরা দাবি করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অমানবিক আচরণকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। মিথ্যা মামলা দিয়ে নির্দোষ শিক্ষকদের হয়রানি করা যাবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪