কালাম আজাদ'র কবিতা : সুখ
-----------------------------------------
ফুল আমার সুখ
পাখি আমার সুখ
নীল আকাশ আমার সুখ
দখিনা বাতাস আমার সুখ
ঝিরিঝিরি বৃষ্টি আমার সুখ
সূর্যের আলো আমার সুখ
সমুদ্রের ঢেউ আমার সুখ
সমুদ্র সৈকত আমার সুখ
পাহাড় আমার সুখ
দ্বীপ আমার সুখ
পাথর আমার সুখ
নদী আমার সুখ
কলকাকলি আমার সুখ
সুঘ্রাণ আমার সুখ
মিষ্টান্ন আমার সুখ
মানুষ আমার সুখ
পশু-পাখি আমার সুখ
বাগান আমার সুখ
গহীন বন আমার সুখ
চাঁদ আমার সুখ
তারা আমার সুখ
তারকাপুঞ্জ আমার সুখ
নক্ষত্ররাজি আমার সুখ
কৃষ্ণগহ্বর আমার সুখ
দিনের আলো আমার সুখ
রাতের পূর্ণিমা আমার সুখ
প্রেম আমার সুখ
মন আমার সুখ
সবই আমার সুখ।
.
রিপোর্টার্স২৪/এস