ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সবচেয়ে বড় বাজার চরভদ্রাসন সদর বাজার বর্তমানে অবৈধ দখলের কারণে জনদুর্ভোগের নতুন উৎস হয়ে দাঁড়িয়েছে। বাজারের কাঁচাবাজার ও মাঝবাজার অংশে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে সবজি ও ফলের দোকান। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও বাজারে আগত সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, বাজারে প্রতিদিন সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা চলাচলের সময় সরু গলিপথ ও রাস্তার ওপর বসানো ফলের ঝুড়ি, সবজির বস্তা, দোকানের টেবিলসহ নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।
এক পথচারী মো. আলাউদ্দিন বলেন, “বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চলাচলের রাস্তা জুড়ে কাঁচাবাজার বসায় আমাদের সীমাহীন কষ্ট হচ্ছে। এটি সরিয়ে বিকল্প জায়গায় স্থানান্তর করা জরুরি।”
অন্যদিকে ব্যবসায়ীরা জানান, বাজারে উপযুক্ত বিকল্প স্থান না থাকায় তারা বাধ্য হয়ে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ী একাধিক ব্যক্তি বলেন, “যদি আমাদের জন্য বিকল্প কোনো নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমরা স্বেচ্ছায় রাস্তা ছেড়ে দিতে প্রস্তুত। এতে করে মানুষের চলাচলেরও সমস্যা থাকবে না।”
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বিষয়টি সম্পর্কে জানান, “ফুটপাত বা রাস্তা দখল করে মানুষের চলাচলে ব্যাঘাত ঘটিয়ে ব্যবসা করা অনুচিত। খুব শিগগিরই এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”
রিপোর্টার্স২৪/আরএইচ