| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেটা ও সিটিটিসির মধ্যে বিজনেস কমিউনিকেশন বিষয়ক সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ০৮:৪৯:১১:পূর্বাহ্ন  |  767213 বার পঠিত
মেটা ও সিটিটিসির মধ্যে বিজনেস কমিউনিকেশন বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার : মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সঙ্গে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) মিন্টো রোডে ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্জাহান হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

সভায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বিজনেস রেকর্ড পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো উল্লেখ করা হয়। 

এছাড়া ফেসবুক বিজনেস রেকর্ডস, কন্টেন্ট টেকডাউন পলিসি ও ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। 

মেটার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভারত বিষয়ক ল এনফোর্সমেন্ট আউটরিচ কর্মকর্তা কৃষ্ণ মহাজন চৌধুরি এ আলোচনায় অংশগ্রহণ করেন। কীভাবে সফলভাবে ইনফরমেশন রিকোয়েস্ট প্রেরণ করতে হয় তার ওপর তিনি বিস্তারিত আলোকপাত করেন।

মতবিনিময় সভায় সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম বলেন, এ মতবিনিময় সভা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এছাড়া এর মাধ্যমে তদন্তকারী কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত অপরাধ তদন্ত সক্ষমতা বৃদ্ধি করবে মর্মে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪