বাউফল প্রতিনিধি :
বাউফলে বিএনপির র্যালি ও মিছিল, পটুয়াখালী জেলা সম্মেলন সফল করতে কৃষকদলের নেতা লিটুর উদ্যোগে।
আগামী ২রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন সফল করতে এবং দলীয় নেতাকর্মীদের যোগদানে উদ্বুদ্ধ করতে কৃষক দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটুর নেতৃত্বে বাউফলে র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় বাউফল পৌর শহরের গোলাবাড়ি থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন গোলাবাড়ি টেম্পো স্ট্যান্ডে গিয়ে মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ মিজানুর রহমান লিটু তার বক্তব্যে ২রা জুলাইয়ের জেলা সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা উল্লেখ করে বাউফল উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি সম্মেলনকে সফল করতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
.
রিপোর্টার্স২৪/এস