ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও শহরের কাদের ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহিন ইসলাম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন নাইস (১৯) নামে আরেক ছাত্র। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন ইসলাম সদর উপজেলার ছিট চিলারং এলাকার আবু হাসানের একমাত্র ছেলে। আহত নাইস একই এলাকার এন্তাজুলের ছেলে। তারা দুজনেই ঠাকুরগাঁও রোড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মাহিন ও নাইস একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে কাদের ফিলিং স্টেশন অতিক্রম করছিলেন। এ সময় উত্তর দিক থেকে একটি অটোরিকশা হঠাৎ সড়কে উঠে এলে বাইকটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে, এরপর মোটরসাইকেলটি গিয়ে পাশের একটি পিলারের সঙ্গে সজোরে আঘাত করে। এতে চালক মাহিনের মাথায় মারাত্মক আঘাত লাগে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে মাহিনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তার মৃত্যু হয়।
আহত নাইস বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
.
রিপোর্টার্স২৪/এস