চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের বার্তা বাহক’ এমন বক্তব্য সঠিক নয় দাবী করে ধারালো চাপাতি দিয়ে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিল্লাল হোসেন (৫০) নামের এক মুসল্লী। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ আদায় শেষে চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক সপ্তাহ আগে এক জুমআর খুতবায় তিনি (খতিব) নবী করিম (সা:) ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এই বক্তব্যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন বিল্লাল হোসেন পরে শুক্রবার জুমার পর পরিকল্পিতভাবে হামলা চালান। তার চাপাতিতে লেখা ছিল ‘আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।
পরে তাৎক্ষণিক তাকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটক করেন। আসামি মোঃ বিল্লাল হোসেন (৫০), পিতা- আইয়ুব আলী, বাড়ি মনোহরখাদি বিষ্ণুপুর, ৭ নং বকুলতলা রোড়, বর্তমানে তিনি থাকেন সদর চাঁদপুরে ।
হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈয়দ আহমদ কাজল বলেন, কানের গোড়ালিতে চাপাতি দিয়ে কোপ দেওয়ায় সেলাই লেগেছে ১০/১২ টি। এই মূহুর্তে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতাল ওসেক শাখায় ভর্তি আছেন।
স্থানীয়রা বলেন, ওনার (আসামির) দৃষ্টিতে নবীজিকে নাকি অপমান করেছেন, তাই তিনি চাপাতি দিয়ে হুজুরকে পরিকল্পনা মাফিক হত্যার চেষ্টা করেছেন। তবে খতিব মাওলানা আ.ন.ম. নূরুর রহমান মাদানী এমন কোনো কথা বা বক্তব্য দেননি, যে কারণে তাকে হত্যা করতে হবে।
স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একই সাথে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আসামীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টাস২৪/এসএমএন