| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিস্থিতি থমথমে

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ১৭:১৯:২৫:অপরাহ্ন  |  727866 বার পঠিত
গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিস্থিতি থমথমে
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিস্থিতি থমথমে

রিপোর্টার্স ২৪ ডেস্ক :  গোপালগঞ্জে রাত ৮টা থেকে শুরু হয়েছে কারফিউ। চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। কারফিউ ঘিরে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর সাথে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পরই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর। ঘরে ফেরা কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখেমুখেও ছিল আতঙ্ক।

শহরজুড়ে টহল দিচ্ছে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথা জানিয়েছেন তারা।

পুলিশ বলছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র পদযাত্রা ও সমাবেশকে ঘিরে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছিল গোপালগঞ্জে।

সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার পরই শুরু হয় সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এরপরই কারফিউ জারি করে জেলা প্রশাসন।

সূত্র : বিবিসি

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪