| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৫:৫৪:১৯:পূর্বাহ্ন  |  714964 বার পঠিত
ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ এই রায় ঘোষণা করেন।

তামিলনাড়ু পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ জানুয়ারি পাল্লাদাম থানার পুলিশ আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল কোম্পানির হোস্টেলে অভিযান চালায়। সেখান থেকে ২৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তারা কেউই বৈধ ভিসা বা পাসপোর্ট দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং দীর্ঘদিন ধরে বসবাস করছিল।

পুলিশ জানায়, এসব ব্যক্তি ৬ মাস থেকে শুরু করে কেউ কেউ ১০ বছর পর্যন্ত চেন্নাই ও তিরুপুর অঞ্চলে অবৈধভাবে অবস্থান করেছে। তারা মুরুগামপালায়াম, ছেত্তিপালায়ামসহ বিভিন্ন এলাকায় টেক্সটাইল কারখানায় কাজ করছিল। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারার অধীনে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার আদালতের বিচারক সি শ্রীধর প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার রুপি করে জরিমানার আদেশ দেন। রায় অনুযায়ী, শাস্তি শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে সফরের সময় ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দেন।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪