বেনাপোল প্রতিনিধি : বাগেরহাট জেলা আওয়ামী লীগের জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মনি ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাগেরহাট জেলার জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কে (পাসপোর্ট স্টাপলিস্ট থাকার কারণে) মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাগের হাটের সদর থানার বাসিন্দা মো. মসলেম আলী খাঁনের ছেলে খাঁন মনির হোসেন মনি ভারতে গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করে। তার নামে ২ টি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন (ওসি) ইলিয়াছ হোসাইন মুস্নী জানান, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সাথে বাগের হাট জেলা ডিআইও -১ এবং বাগের হাটের সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যাক্তির নামে ২টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেপ্তারের জন্য খুজছে। সে বর্তমানে পলাতক রয়েছে।
বেনাপোল পোর্ট থানা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ২টি মামলার আসামি খাঁন মনির হোসেন মনিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বাগেরহাট থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/আরএইচ