বগুড়া প্রতিনিধি : তালিমুল কুরআন ফাউন্ডেশন বগুড়া শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বগুড়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হালিম বেগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সমাবেশ পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আলমগীর হুসাইন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক, ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আলহাজ ডা. আব্দুল মান্নান, আলহাজ মুকুল হোসেন, জাকিরুল ইসলাম, ডা. আবু বকর সিদ্দিক ও ইব্রাহিম হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হাজীরা আল্লাহর মেহমান। মানবতার কল্যাণে আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন। তাই কুরআনকে অর্থসহ পড়ে তা জীবনে বাস্তবায়ন করে শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “একটি কুরআনভিত্তিক সমাজ গঠনের জন্য হাজীদেরকেই এগিয়ে আসতে হবে।”
আলোচনায় বক্তারা হাজিদের মধ্যে ইসলামি আদর্শ ও কুরআনের আলো ছড়িয়ে দিতে ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/আরএইচ