| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রের মুক্তির জন্য জীবন দেয়া সবাই জাতীয় বীর : সালাহউদ্দিন আহমদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৫ ইং | ৬:৪১:০৯:অপরাহ্ন  |  648298 বার পঠিত
গণতন্ত্রের মুক্তির জন্য জীবন দেয়া সবাই জাতীয় বীর : সালাহউদ্দিন আহমদ

সিনিয়র রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টার বলেন ২৪ এর শহীদদের আমরা জাতীয় বীর আখ্যা দিবো। গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই জাতীয় বীর নন। বিগত ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন। এই সময়ে অনেকেই গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

রোববার (১০ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

এ সময় জুলাই বিপ্লবে শহীদদের মূল তালিকা এখনো প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, মানবাধিকার সংস্থার তথ্যমতে ২০২৩ সাল পর্যন্ত ৭ হাজার ১৮৮ জন মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এই তালিকার মধ্যে ৭০৯ জন গুমের শিকার হয়েছেন যারা এখন পর্যন্ত ফিরে আসতে পারেনি।

তিনি বলেন, জুলাই শহীদদের সংখ্যা নিয়ে সরকার এবং জাতিসংঘের তথ্যে পার্থক্য আছে। এখনো সঠিক তালিকা করতে না পারাকে ব্যার্থতা হিসেবে।

সালাহউদ্দিন বলেন, প্রতিদিনের সংস্কারের মধ্য দিয়ে জনকল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে। শুধু রাষ্ট্রকাঠামো সংস্কারের মধ্য দিয়ে কাঙ্খিত সংস্কার হয়না। যারা রাষ্ট্রপরিচালনা করবে , তাদের মানসিক সংস্কার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। 

দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে ঐকবদ্ধভাবে চেষ্টা চালানোর আহবানও জানিয়েছেন বিএনপির এ নেতা। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪