রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :
২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসার পর থেকে গত ১৩ মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেছেন ৫০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি এক বছরে সর্বোচ্চ প্রবেশের রেকর্ড।
সর্বশেষ গত সোমবার আটটি ইঞ্জিনচালিত নৌকায় ৪৭৪ জন চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেন। মঙ্গলবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, অভিবাসনপ্রত্যাশীদের আগমণ রোধে সরকারের ‘গুরুত্বপূর্ণ’ পরিকল্পনা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ছোট নৌকায় চড়ে অভিবাসীদের আসা বন্ধ করতে চাই আমরা। এটা জীবন ও সীমান্ত নিরাপত্তা— উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।”
তিনি আরও জানান, চ্যানেলপথে অভিবাসন নিয়ন্ত্রণ করছে কয়েকটি মানবপাচারকারী গ্যাং, যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। লক্ষ্য— এসব গ্যাংকে আইনের আওতায় আনা এবং ইঞ্জিনচালিত ছোট নৌকার চলাচল বন্ধ করা।
বিরোধী কনজারভেটিভ পার্টির এমপি ক্রিস ফিলিপ বর্তমান লেবার সরকারকে ব্যর্থ বলে আখ্যা দেন এবং দাবি করেন, “অভিবাসন নিয়ন্ত্রণে কনজারভেটিভ সরকারই সক্ষম।”
ইংলিশ চ্যানেল পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর, যা ফ্রান্সকে যুক্তরাজ্য থেকে পৃথক করেছে এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার, প্রস্থ সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার। আয়তন প্রায় ৭৫ হাজার বর্গকিলোমিটার।