| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৫ ইং | ০৮:১৮:২৮:পূর্বাহ্ন  |  644296 বার পঠিত
মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুর প্রতিনিধি : “তোমরা হবে স্বপ্নের রাঙা সূর্যোদয়ের লক্ষ্যে আশার শপথ বুকে দীপ্ত ছড়াও বিশ্বময়”—এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. নিজামুল হক শান্ত, আরমান হোসেন প্রমুখ। এসময় জেলা নীহারিকার শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

প্রধান বক্তা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,তোমরা জীবনে শুধু ভালো রেজাল্টের জন্য নয়, বরং নৈতিকতা, সততা ও মানবিকতার আদর্শে নিজেকে গড়ে তুলবে। কারণ প্রকৃত শিক্ষিত মানুষ সেই, যে নিজের জ্ঞান দিয়ে সমাজকে আলোকিত করে।”

অনুষ্ঠানে কৃর্তি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, অ্যাসিভমেন্ট সার্টিফিকেট, গিফ্ট প্যাক ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, সাংবাদিক ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪