| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন : আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৫ ইং | ১০:৪৩:২৩:পূর্বাহ্ন  |  644190 বার পঠিত
নির্বাচনের খবরে বিনিয়োগকারীরা  প্রস্তুতি নিচ্ছেন : আমীর খসরু

রিপোর্টার্স২৪ ডেস্ক :
দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  বুধবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত বিনিয়োগ সম্মেলন–২০২৫–এর প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বর্তমান বাংলাদেশ দেশি–বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত রয়েছে। এ সময় এই নেতা আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয়।

টাকা না ছাপিয়ে, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন আমীর খসরু। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪