ফরিদপুর প্রতিনিধি :
বোয়ালমারী প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন। বুধবার (১৩ আগস্ট) বিকালে কমিশনারের নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আবদুল্লাহ আল আমিন ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও স্বচ্ছ করতে তাঁর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় প্রেসক্লাবের সদস্যরা ভূমি অফিসের বিভিন্ন সমস্যা, যেমন – দালাল চক্রের দৌরাত্ম্য, ভূমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রিতা এবং সাধারণ মানুষের হয়রানি নিয়ে এসি (ল্যান্ড)-এর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বলেন, “ভূমি সেবা আরও গতিশীল করতে এবং ভূমি অফিসের স্বচ্ছতা বাড়াতে সংবাদমাধ্যম সব সময় পাশে থাকবে।”
এসি (ল্যান্ড) আবদুল্লাহ আল আমিন সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক সংবাদ তুলে ধরার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, নির্বাহী সদস্য এ কে এম রেজাউল করিম, ঢাকার ডাক প্রতিনিধি ও প্রচার সম্পাদক এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, আমাদের সময় ডট কমের প্রতিনিধি সনত চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, প্রতিদিনের খবর প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।