| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১৫:২০:২৩:অপরাহ্ন  |  627428 বার পঠিত
বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত
ছবির ক্যাপশন: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মকে যুক্তি, বিবেক ও সচেতনতার আলোয় আলোকিত করে। বিতর্কের মাধ্যমে গড়ে তোলা সম্ভব যুক্তিবাদী, দায়িত্বশীল ও আলোকিত সমাজ।’

রোববার (১৭ আগস্ট ) বিকালে  টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমাদের মেয়েরা আজ প্রমাণ করেছে, জ্ঞানের আলো ও যুক্তির শক্তিতেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়। বিতর্ক তরুণ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করে।”

সভায় তিনি বিশেষভাবে অভিনন্দন জানান অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ডিবেট টিমকে। সম্প্রতি নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী তিন শিক্ষার্থীকে মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব (বেলাল), শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দীন আনোয়ারী ও নিগার সুলতানা, অভিভাবক প্রতিনিধি মো. আবদুল মালেক, প্রবাল রক্ষিত, রাশেদা আক্তার এবং শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আলী (মিঠু)।

সভায় শিক্ষক-কর্মচারী নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নতুন বিজ্ঞান ল্যাব ও শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এবং কলেজ ভবনের পাশে স্থাপিত দোকান ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪