| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন যুক্তরাষ্ট্রকে 'গুন্ডা' বলে অভিহিত করলেন চীনা রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৪:৫৪:৩১:অপরাহ্ন  |  621036 বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রকে 'গুন্ডা' বলে অভিহিত করলেন চীনা রাষ্ট্রদূত

আশিস গুপ্ত, নতুন দিল্লি : ভারতের চীনা রাষ্ট্রদূত সু ফেইহং মার্কিন যুক্তরাষ্ট্রকে "গুন্ডা" হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে সুবিধা পেলেও এখন শুল্ককে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি দৃঢ়ভাবে জানান যে, ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করে চীন এবং এই পদক্ষেপের বিরুদ্ধে তারা ভারতের পাশে দাঁড়াবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে লাভবান হয়েছে, কিন্তু এখন শুল্ককে দর কষাকষির চিপস হিসেবে ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০% পর্যন্ত শুল্ক চাপিয়েছে। চীন এর তীব্র বিরোধিতা করে। নীরব থাকলে গুন্ডারা আরও বেপরোয়া হয়ে উঠবে। 

চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে।"ভারতে পণ্য রপ্তানির জন্য চীনা বাজার উন্মুক্ত করার বিষয়ে, ফেইহং বলেছেন যে উভয় দেশ একে অপরের বাজারে পণ্য বিনিময়ের মাধ্যমে অনেক অগ্রগতি করতে পারে।ফেইহং বলেন, "আমরা আরও বেশি ভারতীয় পণ্যকে চীনা বাজারে প্রবেশ করতে স্বাগত জানাব। আইটি, সফটওয়্যার এবং বায়োমেডিসিনে ভারতের প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে, অন্যদিকে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং, পরিকাঠামো নির্মাণ এবং নতুন শক্তির ক্ষেত্রে চীনের দ্রুত সম্প্রসারণ দেখা যাচ্ছে।"মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে নির্বাচিত কিছু পণ্যের আমদানির ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রয়েছে ২৫ শতাংশ সাধারণ বাণিজ্য শুল্ক এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে আর্থিকভাবে সহায়তা করছে। এই অতিরিক্ত শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪