| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিগ ব্যাশে আবারও হোবার্ট হারিকেন্সে পেলেন রিশাদ

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৫ ইং | ০৮:০৭:২০:পূর্বাহ্ন  |  780094 বার পঠিত
বিগ ব্যাশে আবারও হোবার্ট হারিকেন্সে  পেলেন রিশাদ
ছবির ক্যাপশন: বিগ ব্যাশে আবারও হোবার্ট হারিকেন্সে পেলেন রিশাদ

রিপোর্টার্স২৪ স্পোর্টস ডেস্ক :গত মৌসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তারপরও রিশাদের ওপর আস্থা রেখেছে হোবার্ট হারিকেনস। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান এই ফ্র্যাঞ্চাইজি।

বিগ ব্যাশে রিশাদের দল পাওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তার দল হোবার্ট। বৃহস্পতিবার আসরের ৮ দলের ড্রাফট চলছে। তালিকায় আছেন আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন—মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যারন্স দেখিয়েই নজর কেড়েছিলেন রিশাদ। নিয়েছেন ১৪ উইকেট। এরপর থেকেই জতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলবেন তিনি। সাকিব দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আগে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সে, পরের বছর মেলবোর্ন রেনেগেডসে। 

অবশ্য হোবার্টে দল পাওয়া রিশাদের খেলার বিষয়টি নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর। বিগ ব্যাশের সম্ভাব্য সূচির সময়ে চলতে পারে বিপিএলও! তবে এখনও নির্ধারণ করা হয়নি দুটি আসরের কোনটির সময় সূচি। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪