| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সফর স্থগিত করল ভারত, নতুন সূচি ২০২৬ সালে

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ৬:৪৫:৪৫:অপরাহ্ন  |  751266 বার পঠিত
বাংলাদেশ সফর স্থগিত করল ভারত, নতুন সূচি ২০২৬ সালে
ছবির ক্যাপশন: বাংলাদেশ সফর স্থগিত করল ভারত, নতুন সূচি ২০২৬ সালে

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন হোয়াইট-বল (সীমিত ওভারের) সিরিজ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এবং বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

মূলত আগামী আগস্ট ২০২৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সিরিজটি হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে।

বিবৃতিতে বলা হয়, 'দুই দেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও খেলোয়াড়দের ব্যস্ততা বিবেচনা করে এই সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। '

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্র জানাচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে এ বহু প্রতীক্ষিত সিরিজে ভারতকে আতিথ্য জানাতে পারবে। সংশোধিত সময়সূচি ও ম্যাচভেন্যু পরবর্তীতে ঘোষণা করা হবে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা গুঞ্জন থাকলেও, যৌথ বিবৃতিতে সেটি সরাসরি উল্লেখ না করে শুধুমাত্র সূচিগত সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে বিশ্বস্ত সূত্রের বরাতে 'ক্রিকবাজ' জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের কারণেই বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) বাংলাদেশ সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের।

সফর স্থগিতের প্রথম সুস্পষ্ট ইঙ্গিত মেলে যখন বিসিবি তাদের সম্প্রচার স্বত্ব বিক্রির কার্যক্রম স্থগিত করে। প্রাথমিকভাবে ৭ জুলাই (সোমবার) ছিল টেকনিক্যাল বিডিংয়ের দিন, আর ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল আর্থিক বিডিং। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।



রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪