| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনির্দিষ্টকালের জন্য রাঙ্গামাটি জেলা পরিষদ শাটডাউন ঘোষণা

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 1436 বার পঠিত
অনির্দিষ্টকালের জন্য রাঙ্গামাটি জেলা পরিষদ শাটডাউন ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রাঙ্গমাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা পরিষদ নিয়ন্ত্রণাধীন শিক্ষক নিয়োগে ‘বৈষম্যমূলক কোটা প্রথা’ বাতিলসহ ছয় দফা দাবি না মানলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ শাটডাউনের ঘোষণা দিয়েছে কোটাবিরোধী ঐক্যজোটের ব্যানারে আন্দোলনরত সংগঠনগুলো।

শনিবার( ২২ নভেম্বর) রাতে শহরের বনরূপা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। তারা বলেন, সারাদেশে সরকারি চাকরিতে ৭ শতাংশ কোটা রেখে ৯৩ শতাংশ পদে মেধাভিত্তিক নিয়োগের নিয়ম আছে। কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই নীতি অনুসরণ না করে ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালির জন্য আলাদা কোটা নির্ধারণ করে নিয়োগ প্রক্রিয়া চালু করেছে। যা অত্যন্ত বৈষম্যমূলক। 

তারা আরও বলেন, জেলা পরিষদের বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আমরা গত ২০ ও ২১ নভেম্বর হরতালের ডাক দিয়েছিলাম। যা পরে জেলা পরিষদ নিয়োগ পরীক্ষা স্থগিত করলে প্রত্যাহার করা হয় এবং পরিষদকে শনিবারের মধ্যে সিদ্ধান্ত জানানোর সময়সীমা দেওয়া হয়।কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেয়নি। ফলে সোমবার সকাল থেকে জেলা পরিষদ অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে। সেইসাথে, পরিষদ যদি দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে চেয়ারম্যানসহ সব সদস্যদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ আহবান করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এ নিয়োগকে কেন্দ্র করে পরীক্ষা গ্রহণ বন্ধ ও বাতিলের দাবিতে পক্ষে-বিপক্ষে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দিয়ে আসছে বিভিন্ন মহল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪