রিপোর্টার্স২৪ ডেস্ক: বাধ্যতামূলকভাবে হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেছেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী। শনিবার (২২ নভেম্বর) রাতে ক্যাম্পাস বন্ধের হঠাৎ ঘোষণার পর এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসু নেতারা সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকসুলভ ভূমিকায় নেই। বরং প্রশাসনের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছে ‘তৃতীয় পক্ষ’। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার কথাও জানায় শিক্ষার্থীরা।
এর আগে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা করে প্রশাসন। সেই ঘোষণা অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করতে বলা হয়।
হঠাৎ এই ঘোষণায় আবাসিক শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বলেন, নিরাপদ আবাসন, বিকল্প থাকার নিশ্চয়তা বা প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া হল খালি করার নির্দেশ অযৌক্তিক এবং শিক্ষার্থীবান্ধব নয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- ১. হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত। ২. নিরাপদ আবাসনের নিশ্চয়তা ও বিকল্প থাকার ব্যবস্থা। ৩. ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন।
রিপোর্টার্স২৪/আরকে