| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের আগাম বার্তা, পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি

  • আপডেট টাইম: 23-11-2025 ইং
  • 38 বার পঠিত
শীতের আগাম বার্তা, পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি

রিপোর্টার্স২৪ ডেস্ক: পঞ্চগড়ে শীতের তীব্রতা দিনে দিনে বাড়ছে। ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া, উচ্চ আর্দ্রতা আর শীতল বাতাসে জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যদিও ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল। ভোরের হালকা কুয়াশা কাটতেই সূর্যের দেখা মিলেছে, তবে প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শরীরে বাড়তি শীত বাড়িয়ে দিচ্ছে।

এর আগের দিন শনিবার একই সময়ে তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৯ শতাংশ। আবহাওয়ার এই পরিবর্তন ও দিন-রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়ছে।

পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারীসহ পুরো জেলায় ভোররাত থেকেই শীতল হাওয়া বইছে। স্থানীয়রা বলছেন, কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত সপ্তাহজুড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওঠানামা করলেও রোববার তাপমাত্রা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলেও তিনি মনে করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪