রিপোর্টার্স২৪ ডেস্ক: মিরপুর টেস্টে জয়ের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলায় আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রানে দিন শেষ করেছে। শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন মাত্র ৪ উইকেট, আর আইরিশদের সামনে এখনও ৩৩৩ রানের অসম্ভব সমীকরণ। সব মিলিয়ে ম্যাচটি প্রথম সেশনেই নিষ্পত্তি হয়ে যেতে পারে বলে ধারণা মিলছে।
এর আগে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট তুলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হয়েছেন তাইজুল ইসলাম। আরও একটি উইকেট পেলে স্পিনারটি ছুঁয়ে ফেলবেন ২৫০ উইকেটের মাইলফলক।
চতুর্থ দিনের শেষ দিকে ১৬৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর আর উইকেট পড়তে দেননি কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে অপরাজিত আছেন।
১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে আয়ারল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় বিশাল ৫০৯ রান। ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬ রানেই দুই ওপেনারকে হারানো আইরিশরা এরপর ছন্দ ফিরে পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন হ্যারি টেক্টর।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন শেষে)
বাংলাদেশ: ৪৭৬ ও ২৯৭/৪ ডি — মুমিনুল ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল ৬০, মুশফিক ৫৩*; হই ২/৮৪।
আয়ারল্যান্ড: ২৬৫ ও ১৭৬/৬ — টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪*; তাইজুল ৩/৫৫, মুরাদ ২/৩৫।
রিপোর্টার্স২৪/আরকে