চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হলে জেনোসাইডের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, নির্বাচনের দিন আমরা কোনো গণভোট চাই না। এমন পরিস্থিতি তৈরি হলে বড় ধরনের সহিংসতা হতে পারে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম নেমে নগরের চকবাজার প্যারেড মাঠে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এ ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে। এই নির্বাচন হওয়া জরুরি। নির্বাচন না হলে দেশে নতুন সংকট তৈরি হতে পারে, আর আমরা কোনো সংকট সৃষ্টি করতে দিতে চাই না।
ডা. শফিকুর রহমান আরও জানান, তাদের দল দীর্ঘদিন ধরে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি করে আসছে। পিআর জনগণের স্বার্থে প্রয়োজন। আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করবো।
এসময় তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচন এখন বাস্তবসম্মত নয়। আমরা কোনো অবাস্তব দাবি করছি না, করবোও না। আমার ব্যক্তিগতভাবে জামায়াতের বিজয়ের চেয়ে জনগণের বিজয়ই কাম্য।
দিনের কর্মসূচি অনুযায়ী জামায়াত আমির আকবর শাহ থানার আল-জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনেও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দিনশেষে রাত ১০টার দিকে বিমানে করে চট্টগ্রাম ত্যাগের কথা রয়েছে তার।
রিপোর্টার্স২৪/এসসি