| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে পিতার লালসার শিকার মেয়ে

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 1578 বার পঠিত
যশোরে পিতার লালসার শিকার মেয়ে
ছবির ক্যাপশন: ধর্ষক

যশোর প্রতিনিধি: যশোরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে মেয়ের মা ও দুই ভাই মিলে বাবাকে পুলিশের হাতে তুলে দেন। এর আগে স্থানীয়রা বাবাকে মারধর করে চুল কেটে দেয়। বর্তমানে বাবা কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। 

অন্যদিকে, মেয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মেয়েটির মা জানায়, তার স্বামীর বাড়ি মনিরামপুর উপজেলায়। তারা যশোরের চাঁচড়া বাজার এলাকায় ভাড়া থাকেন। 

মায়ের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে রাতে বাবা মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি শুক্রবার মেয়েটি তার ফুফুকে জানায়। পরে ফুফুসহ অন্যান্য আত্মীয়রা বাড়িতে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবা নিজেই ধর্ষণের ঘটনাটি স্বীকার করেন।

স্থানীয়রা জানান, খবর ছড়িয়ে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে চুল কেটে দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, বাবাকে থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়েকে  হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪