| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে সাড়ে ৪মণ জেলি যুক্ত চিংড়ি জব্দ

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৫ ইং | ১৩:১০:৩০:অপরাহ্ন  |  787837 বার পঠিত
চাঁদপুরে সাড়ে ৪মণ জেলি যুক্ত চিংড়ি জব্দ
ছবির ক্যাপশন: চাঁদপুরে সাড়ে ৪মণ জেলি যুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জেলি যুক্ত সাড়ে ৪ মণ (১৮০ কেজি) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১ টাকা থেকে ভোর ৪ টা পর্যন্ত সদর উপজেলার হরিনা ফেরি ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এদিন বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।


তিনি বলেন, হরিনা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহনে চেকিং করে একটি পরিবহন থেকে১৮০ কেজি জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। সকালে জব্দকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। 

কোস্টগার্ড চাঁদপুর সদর টিম, সদর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রসহকারী মো. জামিল এই অভিযান পরিচালনা করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪