| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রকাশ্য জনসভায় নিজ দলের নেতাকর্মীদের হুমকি বিএনপি নেতার

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ০৫:৩৭:১১:পূর্বাহ্ন  |  771635 বার পঠিত
প্রকাশ্য জনসভায় নিজ দলের নেতাকর্মীদের হুমকি বিএনপি নেতার
ছবির ক্যাপশন: সুবর্ণচরে প্রকাশ্য জনসভায় নিজ দলের নেতাকর্মীদের হুমকি বিএনপি নেতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচরে প্রকাশ্য জনসভায় নিজ দলের নেতাকর্মীদের প্রকাশ্য উস্কানীমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য দেন চর আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার বাবুল। 

বিএনপি নেতাকর্মীদের বলেন, তোদের ডাইরেক্ট বলি দিয়ের, নালা টালা (পা) কুচা করি ফালামু, একদম কুচা করি ফালামু। এই এলাকায় ভোট করমু আমরা,  আমরা, আমরা।  মোঃ শাহজাহানের পক্ষ থেকে ভোট করবো।

সম্প্রতি নোয়াখালী ৪ আসনের সাবেক সাংসদ মোঃ শাহজাহান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের রাজনৈতিক গ্রুপিং দৃশ্যমান হচ্ছে। তারা দুজনই আগামী সাংসদ নির্বাচনে নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী।  

এরই জেরে গতকাল ২০ই জুন চর আমানউল্লাহ ইউনিয়নের বৈরাগী বাজারে একটি পথসভায় নাছির গ্রুপের নেতাকর্মীদের হুমকি ধমকি দিয়ে বক্তব্য দেন  সাবেক এমপি মোঃ শাহজাহান গ্রুপের সমর্থক ইউনিয়ন বিএনপির এই নেতা। 

তিনি হুমকি দিয়ে বিএনপি নেতাকর্মীদের বলেন, তোদের ডাইরেক্ট বলি দিয়ের, নালা টালা (পা) কুচা করি ফালামু, একদম কুচা করি ফালামু। এই এলাকায় ভোট করমু আমরা,  আমরা, আমরা।  মোঃ শাহজাহানের পক্ষ থেকে ভোট করবো।  আমাদের নেতারা যেই নির্দেশ দিবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো, কারণ আমরা আলহাজ্ব মোঃ শাহজাহানের সৈনিক। 

এ বক্তব্যর পরই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। তারা বলছে ১৬ বছর আন্দোলন সংগ্রাম যারা করেছে ওনি তাদের হুমকি দিয়েছে, এই উস্কানিমূলক বক্তব্যর জন্য যদি তিনি ক্ষমা না চান তাহলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের কারণে কোনরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার তাকেই নিতে হবে।

অভিযুক্ত আবুল বাশারের বাবুলের সাথে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করলেও তার বক্তব্য পাওয়া যায় নি। 

এঘটনায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. এবিএম জাকারিয়া বলেন, এরকম বক্তব্য  কোনো ব্যক্তির বিরুদ্ধে না, সরাসরি দলের বিরুদ্ধে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪