| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে মেট্রো রেল কার্ডে অনলাইন রিচার্জ চালু

  • আপডেট টাইম: 25-11-2025 ইং
  • 38847 বার পঠিত
আজ থেকে মেট্রো রেল কার্ডে অনলাইন রিচার্জ চালু
ছবির ক্যাপশন: আজ থেকে মেট্রো রেল কার্ডে অনলাইন রিচার্জ চালু

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার মেট্রো রেলের ব্যবহারকারীদের জন্য আজ থেকে যুক্ত হচ্ছে এক নতুন সুবিধা র‌্যাপিড পাস এবং এমআরটি পাস কার্ড অনলাইনে রিচার্জ করার সুযোগ। লাইন ধরে দাঁড়ানো বা টিকেট কাউন্টারের ভিড় এড়াতে এই ডিজিটাল সেবা যাত্রীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। ডিটিসিএ এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

নতুন এই অনলাইন রিচার্জ সেবা চালুর মধ্য দিয়ে মেট্রো রেলের ডিজিটাল ব্যবস্থাপনা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি যাত্রীদের যাত্রা আরও সুবিধাজনক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪