সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। একই দিনে দুই ভোটের তফসিল ঘোষণা করা হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। দুটো ভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়েও ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৭ ডিসেম্বর ইসির সভায় তফসিল ও ভোটের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।
ইসি আনোয়ারুল বলেন, দুই ভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব রয়েছে। মক ভোটিংয়ের অভিজ্ঞতা থেকে ভোটকক্ষ নয়, বরং প্রতিটি ভোটকক্ষে গোপনকক্ষ বা ভোটিং বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিটি ভোটকক্ষে একটি গোপনকক্ষ থাকলেও তা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে তিনি বলেন, আমরা আগেই জানিয়েছি, রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিও হলে তারিখ ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যেই পড়ে। এটি ৮ ফেব্রুয়ারি থেকে এক–দুদিন পর বা ১২ ফেব্রুয়ারি থেকে এক–দুদিন আগেও হতে পারে।
তফসিল ঘোষণার সময়সূচি নিয়ে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগেই জানিয়েছেন,ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যেই তফসিল প্রকাশ পাবে।
ভোটগ্রহণের সময় বাড়ানো ও গোপনকক্ষ বাড়ানোর বিষয়ে তিনি বলেন,পরিকল্পনা আছে। কমিশন সিদ্ধান্ত নিলেই তা চূড়ান্ত হবে। ৭ ডিসেম্বরের সভায় এই বিষয়গুলোও নির্ধারিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি