| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পার্বত্য চট্টগ্রাম চুক্তি শান্তি ও সহাবস্থানের মহৎ অঙ্গীকার: সুপ্রদীপ চাক্‌মা

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 697 বার পঠিত
পার্বত্য চট্টগ্রাম চুক্তি শান্তি ও সহাবস্থানের মহৎ অঙ্গীকার: সুপ্রদীপ চাক্‌মা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বছরপূর্তিতে এ চুক্তিকে শান্তি, সহাবস্থান ও ন্যায্যতার নীতিতে প্রতিষ্ঠিত ‘একটি মহৎ অঙ্গীকার’ হিসেবে অভিহিত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাক্‌মা। তিনি বলেন, চুক্তিটি কেবল রাজনৈতিক সমঝোতা নয়; এটি দেশের সংবিধানের আওতায় সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি অবিচল আনুগত্য রেখে সংঘাতের স্থায়ী সমাধানের পথ তৈরি করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতির অবসানে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পার্বত্য চট্টগ্রামবাসী ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে এ সমঝোতা। তিনি বলেন, বর্তমান ব্যবস্থার পরিবর্তে নির্বাচন দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করা প্রয়োজন, কারণ বৃহত্তর জনগোষ্ঠীর নির্বাচিত প্রতিনিধিরাই মানুষের কল্যাণে কাজ করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগগুলোর জন্য প্রয়োজনীয় আইন-কানুন ও প্রবিধান দ্রুত প্রণয়ন জরুরি। উচ্চপর্যায়ের পরামর্শে এসব বিধি সহজীকরণের কাজ চলছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ই-লার্নিং সুবিধা পৌঁছে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৫ হাজার সোলার প্যানেল বিতরণ করা হয়েছে, আরও বিতরণের প্রয়োজন রয়েছে।

সুপ্রদীপ চাক্‌মা ‘সোশ্যাল পুলিশিং’ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেন এবং পার্বত্য চট্টগ্রামে নেগোসিয়েশন বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেই পার্বত্য অঞ্চলে উন্নয়ন এগিয়ে নিতে হবে। তিন জেলা পরিষদে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতিও চলছে।

সেমিনারে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস এবং আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাক্‌মা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪