রিপোর্টার্স২৪ডেস্ক: তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম থাকলেও চলতি ডিসেম্বরে দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত এক মাস মেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে সারাদেশে বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। এ সময় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১–২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১–২টি মৃদু (৮–১০° সে.) থেকে মাঝারি (৬–৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এ ছাড়া দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি